Utilize Blessing

Mohammad Ali Nijhoom
2 min readOct 10, 2022

--

আমাদের Blessing গুলো ব্যবহার করতে চাই না, সেটা কাজে লাগাতে Uncomforted Feel করি।
যেটা আল্লাহ আমাকে Already দিয়ে রেখেছে, সেটা আবার বানিয়ে নেওয়ার কোন মানে হয় না।
যা Already আছে তাকে আরো ভালোভাবে ম্যানেজ করা; তাকে 1 থেকে 2 বানানোতে আমার সফলতা। আবার শূন্য থেকে শুরু করাকে Self Respect বলে না।

অনেকের Established ফ্যামিলি বিজনেস থাকার পরও সে হয়তো ছোট্ট করে নিজে আলাদা ব্যবসা দিতে চেষ্টা করছে বা Freelancing এ আসতে চাচ্ছে।
সেটা কিছু ক্ষেত্রে Family তে Internal Issue এর জন্য হয়তো মেনে নেওয়া যায়, বা যদি তার ফ্যামিলি বিজনেস দেখার মত অন্য কেউ থাকে।

কিন্তু, একজন যদি আসলেই ব্যবসা বুঝতে চায়, করতে চায়, তাহলে নতুন করে কিছু Start করা ঠিক হবে না।
আবার বিষয়টা অনেক সময় লোক দেখানো হয়ে থাকে;
Family Business হয়ত এমন যেটা নিয়ে গর্ব করে সবার সামনে কথা বলাতে সংকোচ হয় (যদিও হওয়া উচিত না), তাই আমরা বিভিন্ন Shiny ব্যবসাতে আমাদের সময় ইনভেস্ট করি।

যাতে বলে বেড়াতে পারি, আমার একটা Company আছে, Start-up আছে, Tech নিয়ে কাজ করছি।
হয়ত, বছর শেষে তার Revenue, সেই Family Business এর 1 মাসের Revenue এর ধারে কাছেও নাই।
অবশ্যই আমার কাছে Better Option থাকলে আমি Explore করবো, কিন্তু আগে যেটা Already Established সেটার থেকে Managerial Level এর Experience নেওয়া টা Important. তারপর চাইলে অন্য কোনো Business এ Involve হওয়া যেতে করে।

কিন্তু,

🔘 বাসার থেকে টাকা নেওয়া যাবে না,
🔘 সেটা তো আমার বাবার টাকা,
🔘 আমার নিজের কিছু শুরু করতে হবে,
🔘 নিজের পায়ে দাড়াতে হবে,
🔘 Family Business এ কাজ করলে Salary কম দিবে আমাকে;

এই ধারণা থেকে বের হয়ে, শুন্য থেকে শুরু না করে, Business Scale করা শিখাটা বেশি Important.

Originally published at https://nijhoom.super.site.

--

--

Mohammad Ali Nijhoom
Mohammad Ali Nijhoom

Written by Mohammad Ali Nijhoom

It’s Mohammad Ali Nijhoom, A hustler just like you! With me you will learn how to struggle and try new things, implementing what you learn through the process.

No responses yet